শিরোনাম
নিজ সিদ্ধান্তে অনড় মুশফিক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০০
নিজ সিদ্ধান্তে অনড় মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিরাপত্তা এবং পরিবারের অসম্মতির কারণে পাকিস্তান সফরে যাননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম।


সম্প্রতি মুশফিকের এই অবস্থান নিয়ে সমালোচনা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপরও পাকিস্তানে তৃতীয় দফার সফরে না যাওয়ার ব্যাপারে নিজের অনড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুশফিক।


জানা গেছে, গত জানুয়ারিতে পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় মুশফিকুর রহিমের ওপর বেজায় চটেছিলেন পাপন। তখন এও শোনা গিয়েছিল, ক্ষুদ্ধ পাপন টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছেন যেন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে বাদ দেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। বরং সেই টেস্টে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দেন 'মি. ডিপেন্ডেবল'। তার অপরাজিত ২০৩* রানে ভর করেই প্রায় ১৫ মাস পর টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।


কিন্তু গত ২৫ ডিসেম্বর মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একামাত্র টেস্ট জয়ের পর সাংবাদিকদের কাছে মুশফিকের ওপর ক্ষোভ ঝাড়েন বিসিবি সভাপতি।


তিনি বলেন, 'একটা ভয় ছিল (পাকিস্তান সফর নিয়ে)। আমাদের ভয় ছিল। যারা গিয়েছে, তাদের ভয় ছিল না? কিন্তু এই সফরের পর, আমাদের ছেলেরা যখন খেলে আসছে, তার (মুশফিক) বাড়ির লোকও তো খেলে আসছে! আমি বলতে চাচ্ছি, রিয়াদের কিছু হলে কিছু হবে না, শুধু ওর (মুশফিক) বেলায় পুরো পরিবার কান্নাকাটি করবে নাকি? চিন্তিত নাকি? এরকম তো আমি বিশ্বাস করি না।'


এতকিছুর পরেও মুশফিক পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্তে অনড়। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে মুশফিকুর রহীম বলেন, আমি পাকিস্তান ইস্যুতে নিজের অবস্থান আগেই পরিষ্কার করেছি। তারাও (বিসিবি) সেটা গ্রহণ করেছে। আমি পিএসএলের ড্রাফটেও নাম দেইনি, এটার জন্য তাদের আমাকে সম্মান করা উচিত। আমার মনে হয় এখানে সবকিছুই স্পষ্ট, এটা ভবিষ্যতেও বদলাবে না। যারা পাকিস্তানে যাচ্ছে, তাদের জন্য আমার শুভকামনা রইল।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com