শিরোনাম
ইউরোপা লিগ থেকে বিদায় আর্সেনাল, শেষ ষোলোতে ম্যানইউ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৪
ইউরোপা লিগ থেকে বিদায় আর্সেনাল, শেষ ষোলোতে ম্যানইউ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউরোপা লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগ জিতেও টিকতে পারলো না গতবারের রানার্স-আপ আর্সেনাল।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এমিরেটস স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের ম্যাচে ২-১ গোলে হেরে গেছে তারা। দুই লেগে ২-২ গোলের সমতা হলেও অ্যাওয়ে গোলে শেষ ষোলোতে অলিম্পিয়াকোস।


আর্সেনাল ১-০ গোলে আগে লেগ জিতেছিল অলিম্পিয়াকোসের মাঠে। ফিরতি লেগে পেপে সিসে ৫৩ মিনিটে গোল করলে দুই লেগ টাই হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩ মিনিটে পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের গোল গানারদের শেষ ষোলোর স্বপ্ন দেখাতে যথেষ্ট ছিল।


এর ৭ মিনিট পর ইউসুফ আল আরাবির গোলে তাদের স্বপ্নভঙ্গ হয়। ম্যাচের শেষ শটে অবেমেয়াং সুযোগ নষ্ট না করলে নাটক আরও জমতে পারতো। তা হয়নি, শেষ হাসি হাসে গ্রিক ক্লাব।


এদিকে গোল উৎসব করেছে গানারদের ইংলিশ প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ৩২ এর দ্বিতীয় লেগে ক্লাব ব্রুজেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ওলে গুনার সোলশারের ফুটবলাররা। দুই লেগে ৬-১ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোতে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা।


ম্যানইউ একাদশে প্রথমবার জায়গা পেয়ে উপলক্ষটা স্মরণীয় করেনক ওদিওন ইঘালো। ধারে চুক্তি করা নতুন স্ট্রাইকার ৩৪ মিনিটে রেড ডেভিলদের জার্সিতে প্রথম গোল করেন। এর আগে ব্রুজেস ডিফেন্ডার সিমন ডেলির লাল কার্ডে পাওয়া পেনাল্টি থেকে ২৭ মিনিটে গোলমুখ খোলেন ব্রুনো ফার্নান্দেস।


গোলকিপারের মতো ডাইভ করে ড্যানিয়েল জেমসের শট হাত দিয়ে ঠেকান অতিথি সেন্টার ব্যাক। স্পট কিক থেকে গোলকিপার সিমন মিগনোলেটকে ভুল দিকে পাঠিয়ে গোল করেন ফার্নান্দেস।


বিরতির ঠিক আগে ১৮ মিটার দূর থেকে চমৎকার শটে স্কোর ৩-০ করেন স্কট ম্যাকটোমিনে। ব্রাজিলিয়ান ডিমফিল্ডার ফ্রেড শেষ দিকে করেন জোড়া গোল।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com