শিরোনাম
ডাবল সেঞ্চুরির পর যা বললেন মুশফিক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০
ডাবল সেঞ্চুরির পর যা বললেন মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ডাবল নয় ট্রিপল সেঞ্চুরি করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীম।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি (অপরাজিত ২০৩) হাঁকান মুশফিক।


তিনি বলেন, আমার পরিকল্পনা ছিল তিনশ' করার। এত তাড়াতাড়ি ইনিংস ঘোষণা করা হবে তা আশা করিনি।


মুশফিক বলেন, প্ল্যান ছিল লিটন যদি সেঞ্চুরি করতে পারে তাহলে আমিও তিনশ'র কাছাকাছি যেতে পারবো। সেটা আজকে তো হতো না, কালকের দুপুরের মধ্যে হয়ে যেত। ভবিষ্যতে যদি এমন সুযোগ আসে চেষ্টা করব সেটা কাজে লাগানোর। এই মুহূর্তে আমাদের দল ভালো পজিশনে আছে।


মুশফিক আরো বলেন, আমাদের হাতে আরো দুইদিন সময় ছিল, তারপরও মনে হয়েছে দলের চাহিদা সব সময় আগে। চা-বিরতিতেও ইনিংস ঘোষণার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। ইনিংস ঘোষণা আধা ঘণ্টা আগে জানতে পেরেছি যে শেষ ৮ ওভারের আগে ওদের খেলতে দেব।



জিম্বাবুয়ের বিপক্ষে চলমান মিরপুর টেস্টে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিক বলেন, আমি যখন শেষবার ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি (২১৯) করেছিলাম তখনও এই প্রশ্নটা করা হয়েছিল। আমি মনে করি ট্রিপল সেঞ্চুরি করা অবশ্যই সম্ভব। টপ অর্ডারে যারা ব্যাটিং করে সবার জন্যই এটা সম্ভব।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com