শিরোনাম
সারা বিশ্বে বেশি খোঁজা হচ্ছে বাংলাদেশী মেয়েদের
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৪
সারা বিশ্বে বেশি খোঁজা হচ্ছে বাংলাদেশী মেয়েদের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শুরু হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।


গুগল জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে দশটি অংশগ্রহণকারী দেশের মাঝে বাংলাদেশ দলকেই বেশি খোঁজা হয়েছে। গত এক সপ্তাহে বাংলাদেশ দল নিয়ে খোঁজার প্রবণতা ৩২২ শতাংশ বেড়েছে। সেটা পুরো বিশ্ব জুড়েই।


এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্রডকাস্ট কারা, খেলার সূচি, বিশ্বকাপের ২ ডলারের মুদ্রা, ওয়াকা মাঠ ও বিশ্বকাপের টিকিট নিয়ে খোঁজার প্রবণতা দেখা গেছে মানুষের মাঝে।


বাংলাদেশ এশিয়া কাপ বিজয়ী হলেও অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের জন্য প্রায় অলীক স্বপ্ন। তবু বাংলাদেশ নিয়ে আগ্রহের কমতি নেই মানুষের। গুগলে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে বাংলাদেশ দলকেই।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com