শিরোনাম
পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন ড্যারেন সামি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২০
পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন ড্যারেন সামি
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে শীর্ষ পর্যায়ের ক্রিকেট ফেরাতে বড় অবদান উইন্ডিজ ক্রিকেটার ড্যারেন সামির। এর স্বীকৃতি হিসেবে সামিকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দেয়ার পাশাপাশি সম্মানসূচক নাগরিকত্ব দিতে যাচ্ছে দেশটির সরকার!


রবিবার (১৬ ফেব্রুয়ারি) টুইট বার্তায় এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


“পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি পাকিস্তানের ক্রিকেটে অমূল্য অবদান রাখায় আগামী ২৩ মার্চ ড্যারেন স্যামিকে সম্মানসূচক নাগরিকত্ব ও সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করবেন।”


বরাবরের মতো এবারও পিএসএল-এ পেশওয়ার জালমির হয়ে খেলছেন ৩৬ বছর বয়সী সামি। দলটির অধিনায়ক এই অভিজ্ঞ অলরাউন্ডার।


বুধবার পাকিস্তান সুপার লিগের দলগুলোর মালিকদের সংবাদ সম্মেলনে পেশওয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি সামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন, “আমরা ড্যারেন সামিকে পাকিস্তানের সম্মানসূচক নাগরিকত্ব দিতে অনুরোধ করছি। আবেদনটা এখন প্রেসিডেন্টের টেবিলে আছে।”


এ ব্যাপারে পিসিবির চেয়ারম্যান এহমান মানির সহায়তাও কামনা করেন জাভেদ আফ্রিদি। জবাবে সামি বলেন, পাকিস্তানকে ভালোবাসতে তার পাসপোর্টের দরকার নেই!


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com