শিরোনাম
জিম্বাবুয়ের বিপক্ষে জয়ই প্রধান লক্ষ্য: মুমিনুল
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৭
জিম্বাবুয়ের বিপক্ষে জয়ই প্রধান লক্ষ্য: মুমিনুল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সবশেষ ছয় টেস্টের মধ্যে ৫টিতে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। টানা ম্যাচ হারে যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে তা দূর করতে একটি জয় খুব বেশি দরকার। এছাড়া ম্যাচে পরাজয়ের মূল কারণ ছন্নছাড়া ব্যাটিং, সবশেষ ৫ টেস্টে নেই কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সেঞ্চুরি। তবে সেঞ্চুরির সেই ব্যর্থতা জিম্বাবুয়ের ঘুচাতে চান মুমিনুলরা।


শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল নয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ।


এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে জয়ই প্রধান লক্ষ্য। সত্যি বললে, দলে কোনো সেঞ্চুরি না থাকলে একটু নিচের দিকেই থাকবে যেকোনো দল। আমার কাছে মনে হয় আমরা হয়তো খারাপ সময়ের মধ্যে ছিলাম। ইনশাআল্লাহ, আমরা এটা কাটিয়ে উঠতে কাজ করছি। কথা দিলাম, খুব শীঘ্রই বড় ইনিংস দেখতে পাবেন।


সেঞ্চুরির খরা কাটানোর প্রত্যয় বক্ত করে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক বলেন, আমি কথা দিলাম, আমাদের দল হতে বড় একটা একশ, একশ না, দুইশ-তিনশও হতে পারে। চাইলে বড়ই চাইব। মানে বড় ইনিংস দেখতে পাবেন। যেকোনো একজন খেলবে ইনশাআল্লাহ।


মুমিনুল টেস্ট দলের নেতৃত্ব নেয়ার পর টানা তিন ম্যাচ হেরেছে বাংলাদেশ। সবগুলোই ইনিংস ব্যবধানে। তাই অধিনায়ক নিজে স্বীকার করতে না চাইলেও, তার উপর চাপ ঠিকই রয়েছে।


মুমিনুল বলেন, আমরা খেলতে নামি, আমাদের প্রধান লক্ষ্যই থাকে ম্যাচ জয়। প্রতিপক্ষ যেই হোক-না কেন, অস্ট্রেলিয়া বা জিম্বাবুয়ে, আন্তর্জাতিক ক্রিকেট মানেই চাপ। সেই চাপের সাথে মানিয়ে নিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস সবাই ভালো ক্রিকেট খেলতে মরিয়া। চাপ কোনো চিন্তার বিষয় নয়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com