শিরোনাম
পাকিস্তানকে ১৪২ রানের টার্গেট দিয়েছে টাইগাররা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৬:৪১
পাকিস্তানকে ১৪২ রানের টার্গেট দিয়েছে টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪২ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।


শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ নাইম। গড়ে তোলেন ওপেনিংয়ে ৫০ রানের পার্টনারশিপ।


কিন্তু হঠাৎ ছন্দ হারান তামিম ইকবাল। ব্যক্তিগত ৩৯ রানে পকিস্তানের অভিষিক্ত পেসার হ্যারিসের অসাধারণ ফিল্ডিংয়ে রানআউটের ফাঁদে পড়েন এই বাঁ-হাতি ওপেনার।


তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। বড় স্কোর করতে ব্যর্থ হন এই ডানহাতিও। ১৩ বলে ১২ রান করে রানআউট হন লিটন। এরপর ব্যক্তিগত ৪৩ রানে শাদাব খানের বলে ইফতেখার আহমেদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন মোহাম্মদ নাইম।


নাইমের বিদায়ের পর ১০ বলে ৯ রান করে সাজঘরে ফিরেন আফিফ হোসাইন। সর্বশেষ ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।


আন্তর্জাতিক টি-২০ দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে পাকিস্তান। ১০ ম্যাচের মধ্যে ৮টিই জিতেছে তারা। ২টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।


পাকিস্তান একাদশ: এহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক ব্যাটসম্যান), শাদাব খান, হ্যারিস রউফ, শাহীন আফ্রিদী, মোহাম্মদ হাসনাইন।


বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com