শিরোনাম
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ধোনি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৩৯
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ধোনি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির ২৭ জনের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। গত বছর ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন ধোনি, যার মূল্য ছিল ৫ কোটি রুপি।


কিছুদিন আগে ভারতের কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন, ধোনির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। তার টেস্ট ক্যারিয়ার শেষ, হয়তো শিগগিরই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবে। এই সম্ভাবনাটাই বেশি। এই বয়সে সম্ভবত সে টি-টোয়েন্টিই খেলতে চাইবে।’


অধিনায়ক বিরাট কোহলি, তার সহকারী রোহিত শর্মা ও পেসার জসপ্রীত বুমরা ‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা ধরে রেখেছেন, যার মূল্য ৭ কোটি রুপি। টপ অর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল গ্রেড ‘বি’ থেকে ‘এ’ তে উন্নীত হয়েছেন।


কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন অম্বাতি রাইডু, দিনেশ কার্তিক ও খলিল আহমেদ। নতুন করে জায়গা পেয়েছেন নবদীপ সাইনি, দীপক চাহার, শার্দূল ঠাকুর, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর। তারা ‘সি’ গ্রেডে। বিশ্বকাপের পর শুধু একটি টি-টোয়েন্টি খেলা হার্দিক পান্ডিয়া ‘বি’ গ্রেডে জায়গা ধরে রেখেছেন।


বিবার্তা/এসএ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com