শিরোনাম
এখন থেকে সব বিপিএল বঙ্গবন্ধুর নামে
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ১১:৪৫
এখন থেকে সব বিপিএল বঙ্গবন্ধুর নামে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু বিপিএল’। তবে এখন থেকে ঘরোয়া এ টুর্নামেন্টের নাম স্থায়ীভাবে বঙ্গবন্ধু বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।


রবিবার (১২ জানুয়ারি) বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান।


পাপন বলেন, একটা জিনিস বলে রাখি, আমরা এই বছর করেছিলাম বিশেষ বিপিএল ‘বঙ্গবন্ধু বিপিএল’। আমরা এটা চালিয়ে যাব। আজকে সিদ্ধান্ত নিয়েছি, বিপিএলের নাম বঙ্গবন্ধু বিপিএলই থাকবে।


‘এই বছর হচ্ছে জন্মশতবার্ষিকীর বছর, তো এই সময়ে তো বাদ দেওয়ার প্রশ্নই উঠে না। আর আমাদের ইচ্ছে হচ্ছে, এই নামটাই স্থায়ীভাবে রেখে দেয়ার। ফ্র্যাঞ্চাইজি এলেও কোনো সমস্যা নাই। ওরা আসবে, থাকবে। আমরা (টুর্নামেন্টের) নামটা কেবল বঙ্গবন্ধু বিপিএল করে দিচ্ছি।’ বলছিলেন বিসিবি সভাপতি।


এবার বিসিবির তত্ত্বাবধানে চলছে বিপিএল। পরের আসর থেকে ফেরার কথা ফ্র্যাঞ্চাইজিগুলোর।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com