শিরোনাম
বিপিএলে অধিনায়ক হলেন যারা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯, ২০:৩১
বিপিএলে অধিনায়ক হলেন যারা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। বুধবার (১১ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।


নতুন করে প্লেয়ার্স ড্রাফট করে সেখান থেকে দল গঠন করেছে সবাই। সে হিসেবে ঢাকা প্লাটুনে খেলার সুযোগ পেয়েছেন পঞ্চপাণ্ডবের অন্যতম সেরা দুই তারকা মাশরাফি বিন মর্তুজা এবং তামিম ইকবাল।


ঢাকা প্লাটুনে দেশি-বিদেশিদের মধ্যে নেতৃত্ব দেয়ার মত অনেকে থাকলেও মাশরাফিকেই অধিনায়ক করা হয়েছে।


খুলনা টাইগার্সে রয়েছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক যে খুলনার নেতৃত্বে থাকবেন সেটাও নিশ্চিত ছিল।


অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেখানেও নেতৃত্ব নিয়ে কোনো সঙ্কট নেই।


কিন্তু বিপিএলের বাকি চার দল, তথা সিলেট, রাজশাহী, কুমিল্লা এবং রংপুরের অধিনায়ক কে হচ্ছেন- সে দিকেই নজর ছিল সবার।


মঙ্গলবার বিকেলে কুমিল্লা ওয়ারিয়র্স ঘোষণা করেছে, তাদের দলকে নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কার দাসুন সানাকা। রাজশাহী রয়েলসকে নেতৃত্ব দেবেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং সিলেট থান্ডার্সকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।


এক নজরে বিপিএলের সাত দলের অধিনায়কের নাম:


ঢাকা প্লাটুন : মাশরাফি বিন মর্তুজা
খুলনা টাইগার্স : মুশফিকুর রহীম
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : মাহমুদউল্লাহ রিয়াদ
সিলেট থান্ডার্স : মোসাদ্দেক হোসেন সৈকত
রাজশাহী রয়্যালস : আন্দ্রে রাসেল
কুমিল্লা ওয়ারিয়র্স : দাসুন সানাকা
রংপুর রেঞ্জার্স : মোহাম্মদ নবী


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com