শিরোনাম
ক্রিকেট তার ‘প্রিয় বন্ধু’ বব উইলিসকে হারাল
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৫:১৬
ক্রিকেট তার ‘প্রিয় বন্ধু’ বব উইলিসকে হারাল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ড ক্রিকেটের সাবেক অধিনায়ক, সাবেক পেস বোলার ও ধারাভাষ্য কক্ষের নিয়মিত মুখ বব উইলিস (৭০) মারা গেছেন।


উইলিসের মৃত্যুর পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বুধবার এক বিবৃতিতে জানায়, ‘একজন প্রিয় বন্ধুকে হারালো ক্রিকেট।’


তার পরিবার জানায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন উইলিস। এ মৃত্যুর মাধ্যমে তাদের পরিবার একজন অসাধারণ স্বামী, বাবা, ভাই ও দাদুকে হারিয়েছেন।


প্রায়ই চোটে থাকলেও ১৯৭১ থেকে ১৯৮৪ পর্যন্ত ৯০টি টেস্ট খেলে নামের পাশে ৩২৫ উইকেট লিখে রাখেন ইংল্যান্ডের ইতিহাসের সফলতম পেস বোলার উইলিস।


নিজের মাত্র তৃতীয় টেস্টেই ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। হেডিংলিতে হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মাত্র ৪৩ রানে অজিদের ৮ উইকেট নেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ধারাভাষ্যকার হিসেবেও ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন তিনি।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com