শিরোনাম
নিষিদ্ধ হয়েও বর্ষসেরার পথে সাকিব
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৯, ১২:০৯
নিষিদ্ধ হয়েও বর্ষসেরার পথে সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ড বিশ্বকাপে ৮ ম্যাচে ২ সেঞ্চুরি, ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেছিলেন সাকিব। বল হাতেও ছিলেন উজ্জ্বল। শিকার করেন ১১ উইকেট। এমন দারুণ পারফরম্যান্স করায় ভারত আর্মির আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড়ের পুরুষ ক্যাটাগরিতে মনোনয়ন পান সাকিব আল হাসান।


টুইটারে পোল পোস্টের মাধ্যমে নেয়া হচ্ছে ভোট। এরপর ঘোষণা হবে বিজয়ীর নাম। গত ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে আরো কয়েক দিন। তবে সুখবর হলো সবাইকে পেছনে ফেলে এরইমধ্যে এগিয়ে আছেন সাকিব। তার বক্সে পড়েছে ৭৯ শতাংশ ভোট। যেখানে বাকিরা কেউই তার ধারে কাছে নেই। ৯ শতাংশ ভোট পেয়েছেন বেন স্টোকস, ৬ শতাংশ ভোট পেয়েছেন কেন উইলিয়ামসন আর ৫ শতাংশ ভোট পড়েছে স্টিভেন স্মিথের বাক্সে।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com