শিরোনাম
বাংলাদেশকে ছাড় দিতে নারাজ পাকিস্তান
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৯, ১৯:২৯
বাংলাদেশকে ছাড় দিতে নারাজ পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের সাথে দেশের বাইরে পাকিস্তান কোন ম্যাচ খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


বুধবার (২৭নভেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র জিও নিউজকে জানিয়েছেন, 'আমরা বিদেশে কোনো হোম সিরিজ খেলবো না। এই নীতিতে আমরা অটল। কারণ এর আগে শ্রীলঙ্কাও খেলে গেছে পাকিস্তানে তাদের কোন সমস্যা হয়নি।


আইসিসির ফিউচার ট্যুর প্লান (এফটিপি) অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে হোম সিরিজ হিসেবে দুই টেস্ট ও তিনটি টি-টোয়ন্টি খেলার কথা বাংলাদেশের। টেস্ট দুটি আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ।


বাংলাদেশ চাইছে টি-টোয়ন্টি সিরিজ পাকিস্তানে খেলতে আর টেস্ট ম্যাচ দুটি সংযুক্ত আরব আমিরাতে খেলতে। তবে বাংলাদেশের এই দাবির সাথে একমত নয় পাকিস্তান।


ইতেমধ্যে আসন্ন বাংলাদেশ সফরের সমস্ত পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠেয়েছে পাকিস্তান। তবে কোন ভেন্যুতে খেলা হবে সেটা এবং তারিখগুলো এখনো নির্ধারণ করা হয়নি।


২০২০ সালের জানুয়ানি ও ফেব্রুয়ারির মধ্যে এই সিরিজ আয়োজন করতে চায় পিসিবি। প্রথম ধাপে সিরিজের দুইটি টেস্ট ম্যাচ চায় পাকিস্তান। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দ্বিতীয় পর্বে খেলবে পিসিবি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com