শিরোনাম
বিপিএলে কোন খেলোয়াড় কোন দলে?
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১৯:৫২
বিপিএলে কোন খেলোয়াড় কোন দলে?
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

'বঙ্গবন্ধু বিপিএল' এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে। রবিবার (১৭নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্লেয়ার্স ড্রাফটের উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


লটারিতে প্রথম ডাকার সুযোগ পেয়ে খুলনা ডেকেছে মুশফিকুর রহিমকে। দুইয়ে সুযোগ পেয়ে ঢাকা দলে নিয়েছে তামিম ইকবালকে। তৃতীয় দল রাজশাহী নিয়েছে লিটন দাসকে। চট্টগ্রাম দলে নিয়েছে মাহমুদউল্লাহকে।


রংপুর নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। ষষ্ঠ দল কুমিল্লা দলে নিয়েছে সৌম্য সরকারকে। প্রথম রাউন্ডের শেষ দল সিলেট দলে নিয়েছে মোসাদ্দেক হোসেনকে। দ্বিতীয় রাউন্ডে সবার আগে মোহাম্মদ মিঠুনকে নিয়েছে সিলেট।


কুমিল্লা নিয়েছে আল আমিন হোসেনকে। রংপুরে খেলবেন মোহাম্মদ নাঈম শেখ। চট্টগ্রাম দলে নিয়েছে ইমরুল কায়েসকে। রাজশাহীতে খেলবেন আফিফ হোসেন। ঢাকা নিয়েছে এনামুল হককে। এই রাউন্ডের শেষ দল খুলনা নিয়েছে শফিউল ইসলামকে।


দেশের ক্রিকেটারদের মধ্যে 'এ' প্লাস ক্যাটাগরিতে এবার পারিশ্রমিক রাখা হয়েছে ৫০ লাখ টাকা। 'এ' ক্যাটাগরির পারিশ্রমিক ২৫ লাখ টাকা। 'বি' ক্যাটাগরিতে পারিশ্রমিক ১৮ লাখ টাকা, 'সি' ক্যাটাগরিতে ১২ লাখ, 'ডি' ক্যাটাগরিতে ৮ লাখ ও 'ই' ক্যাটাগরিতে পারিশ্রমিক রাখা হয়েছে ৫ লাখ টাকা।


বিদেশি ক্রিকেটারদের 'এ' প্লাস ক্যাটাগরির পারিশ্রমিক ১ লাখ ডলার। 'এ' ক্যাটাগরিতে ৭০ হাজার ডলার। 'বি' ক্যাটাগরিতে পারিশ্রমিক ৫০ হাজার ডলার। 'সি' ক্যাটাগরিতে ৩০ হাজার ডলার এবং 'ডি' ক্যাটাগরিতে পারিশ্রমিক ২০ হাজার ডলার।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com