শিরোনাম
পিএসএলে সুযোগ পেয়েছেন ১০ বাংলাদেশি ক্রিকেটার
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৯, ২১:৩০
পিএসএলে সুযোগ পেয়েছেন ১০ বাংলাদেশি ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন ২০২০ সালের আসরে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ১০জন ক্রিকেটার। তারা সবাই গোল্ড ক্যাটারীতে রয়েছেন।


পিএসএলের গোল্ড ক্যাটাগরীতে থাকা দশ ক্রিকেটার হলেন-আবুল হাসান রাজু, আফিফ হোসেন, আল আমিন হোসেন, অলক কাপালি, আমিনুল ইসলাম বিপ্লব, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদ।


পিএসএলের এবারের আসরে ১৪টি দেশের ১৪৪জন ক্রিকেটার গোল্ড ক্যাটাগরীতে সুযোগ পেয়েছেন। গোল্ড ক্যাটাগরীতে সবচেয়ে বেশি ইংল্যান্ডের ৪৮, ওয়েস্ট ইন্ডিজের ৪০, শ্রীলংকার ১৯, বাংলাদেশি ১০, আফগানিস্তানের ৬, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে চারজন করে। আর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের থেকে সুযোগ পেয়েছেন তিনজন করে। কানাডা, নেদারল্যান্ডস, স্কটল্যান্ডস ও যুক্তরাষ্ট্র থেকে একজন করে ক্রিকেটার গোল্ড ক্যাটাগরীতে রয়েছেন।


এছাড়া গোল্ড, সিলভার এবং ইমার্জিং ক্যাটাগরীতে পাকিস্তানের ৩২৫জন খেলোয়াড় রয়েছেন। আগামী ২০ ফেব্রুয়ারি পিএসএল শুরু হওয়ার কথা রয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com