শিরোনাম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১০:২৯
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ‍বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।


ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১০টায়। সরাসরি সম্প্রচার করছে জিটিভি ও স্টার স্পোর্টস ওয়ান।


এ টেস্টটি শেষে ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি দিবা-রাত্রিতে গোলাপি বলে খেলা হবে। ইন্দোরের ম্যাচ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপও শুরু করবে বাংলাদেশ।


ভারতের বিপক্ষে ৯টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু একটিতেও জয়ের মুখ দেখেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্থানে রয়েছে ভারত। ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টের ৫টি ম্যাচে অংশ নিয়ে সব ম্যাচেই জয়লাভ করেছে।


ভারতের বিপক্ষে বাংলাদেশ দু’টি ম্যাচ বৃষ্টির কল্যাণে ড্র করতে সক্ষম হয়েছে। ২০০৭ সালে চট্টগ্রামে পুরো একদিন বৃষ্টির কারণে ভেস্তে গেলে প্রথম ড্র করতে পারে টাইগাররা। ২০১৫ সালে ফতুল্লায় আরেকটি ম্যাচ অধিকাংশ সময় বৃষ্টি হওয়ার কারণে ড্র হয়।


এই সিরিজের আগে ২০১৭ সালে ভারত সফরে গিয়ে তাদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। ম্যাচটি ২০৮ রানের বড় ব্যবধানে জিতে নেয় বিরাট কোহলির দল।


বাংলাদেশ টেস্ট একাদশ


ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ এবং এবাদত হোসেন।


ভারত টেস্ট একাদশ


মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন আশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামী এবং ইশান্ত শর্মা।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com