শিরোনাম
বাংলাদেশকে সালাম জানাই: শোয়েব আখতার
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ১৫:৪৯
বাংলাদেশকে সালাম জানাই: শোয়েব আখতার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ-ভারতের মধ্যকার সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ। এতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগে। তবে পরের ম্যাচ জিতে দারুণভাবে সমতায় ফেরে টিম ইন্ডিয়া।


ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নেয়।তবে শেষ পর্যন্ত হেরে যায় সফরকারীরা। ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলে ভারত।


তবে ওই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান নাইম শেখ। তিনি ২ ছক্কা এবং ১০ চারের সাহায্যে মাত্র ৪৩ বলে ৮১ রান করেন।


সিরিজ শেষে এ নিয়ে নিজের বিশ্লেষণ দাঁড় করিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। নিজের ইউটুব চ্যানেলে তিনি বলেন, ভারত প্রমাণ করেছে সিরিজে কারা ‘বস’ ছিল। মুশফিকুর রহিমের দাপুটে ব্যাটিংয়ের কাছে প্রথম ম্যাচ তারা হেরে যায়। তবে রোহিত শর্মার অসাধারণ ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আশা করা হয়েছিল। হয়েছেও তাই। তবে ভারত ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছে। সেরা দল হিসেবেই তা ঘরে রেখেছে তারা। তবে বাংলাদেশকে সালাম জানাই।


সর্বকালের দ্রুততম গতির বোলার বলেন, বাংলাদেশ হেরেছে ঠিক। তবে সবার মন জয় করে নিয়েছে। তারা এখন আর আগের মতো গড়পড়তা কিংবা সাধারণ মানের কোনো দল নয়। এটা সেই লাল-সবুজ জার্সিধারীরা নয়, যারা ২০ বছর আগে খেলত। এটা এমন একটা দল, যারা এখন সব প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com