শিরোনাম
সিরিজ জেতার লক্ষ্যে মাঠে নামব: শফিউল ইসলাম
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ১৪:১৪
সিরিজ জেতার লক্ষ্যে মাঠে নামব: শফিউল ইসলাম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে হারলেও আশা ছাড়েনি টাইগাররা। আগামীকাল রবিবার (১০ নভেম্বর) ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে সিরিজ জয়ের উদ্দেশে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শনিবার রাজকোটে টিম হোটেলের সামনে দলের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন বাংলাদেশের ডানহাতি পেসার শফিউল ইসলাম।


নাগপুরে বাংলাদেশ শক্তভাবে ঘুরে দাঁড়াবে বলে জানিয়ে শফিউল বলেন, ‘অবশ্যই, আমাদের এখনো সুযোগ আছে (সিরিজ জয়ের), যদি আমরা ভালো ক্রিকেট খেলি। প্রথম ম্যাচটা যে রকম খেলেছি, সে রকম যদি খেলতে পারি। আর এই ম্যাচে কিছু ছোটো ছোটো ভুল ছিল। যদি আমরা সামনের ম্যাচে এই ভুলগুলো না করি, অবশ্যই আমাদের সিরিজ জেতা সম্ভব। আশা করি, আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব। আমরা সিরিজ জেতার জন্যই খেলব।’


দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার ব্যাটিং প্রসঙ্গে এই ডানহাতি পেসার বলেন, ‘রোহিতের ভালো একটা দিন গিয়েছে। একজন খেলোয়াড়ের যখন ভালো দিন যায়, তখন মানসিকভাবে আসলে আমাদের দুর্বল হয়ে যাওয়ার কিছু নাই। কারো এমন দিন গেলে যে কোনো দলকে হারানো সম্ভব। আমরা সবাই শক্ত আছি, এখনো একটা সুযোগ আছে। আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াব।’


তিনি আরো বলেন, ‘হারলে তো মন খারাপ লাগবেই। একটা বড়ো সুযোগ ছিল। এক ম্যাচ আগে যদি আমরা সিরিজ জিততে পারতাম, তাহলে অবশ্যই ভালো লাগত। হারার পর তো অবশ্যই মন খারাপ থাকবে। কিন্তু আসলে কীভাবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব এটাই হচ্ছে মূল বিষয়।’


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com