শিরোনাম
যেসব চ্যানেল দেখাবে বাংলাদেশ-ভারত সিরিজ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৯, ১২:৫৬
যেসব চ্যানেল দেখাবে বাংলাদেশ-ভারত সিরিজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন দিল্লিতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল।


গত বুধবার রাতে সেখানে পৌঁছান টাইগাররা।


আগামী ৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টিতে এ শহরের অরুন জেটিল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ সিরিজ খেলবেন সফরকারীরা।


এ সিরিজ নিয়ে বেশ আগ্রহ ভারতীয় চ্যনেল স্টার স্পোর্টসের। বেশ কয়েক দিন আগে থেকেই প্রচার চালাচ্ছে তারা। দেশের মাটিতে সিরিজের টিভি স্বত্ব অনেক আগেই কিনে নিয়েছে প্রচারমাধ্যমটি। বরাবরের মতো এর মাধ্যমে সিরিজের খেলা দেখতে পারবেন ভারতসহ উপমহাদেশের ক্রিকেটপ্রেমীরা।


বাংলাদেশে এ সিরিজের টিভি স্বত্ব নিয়েছে দুটি চ্যানেল। গাজী টিভিসহ (জিটিভি) চ্যানেল নাইনের পর্দায় এ খেলা দেখা যাবে। পাশাপাশি দেশের সরকারি চ্যানেল বিটিভি ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।


এ ছাড়া অনলাইনেও ভারত-বাংলাদেশ সিরিজ দেখা যাবে। ভারতীয়রা অনলাইন দেখতে পারবেন হটস্টারে। আর বাংলাদেশিরা উপভোগ করতে পারবেন র‌্যাবিটহোলে। উপমহাদেশের চ্যানেল বাদেও উইলো টিভি, স্কাই স্পোর্টস, ফক্স স্পোর্টসে সিরিজটি দেখা যাবে।


বাংলাদেশ-ভারত সিরিজের টিভি সম্প্রচারের তালিকা


ভারত ও উপমহাদেশ : স্টার স্পোর্টস, হটস্টার (লাইভ স্ট্রিমিং)


বাংলাদেশ : জিটিভি, চ্যানেল নাইন, র‌্যাবিটহোল (লাইভ স্ট্রিমিং)


অস্ট্রেলিয়া : ফক্স স্পোর্টস


যুক্তরাজ্য : স্কাই স্পোর্টস


দক্ষিণ আফ্রিকা : সুপার স্পোর্টস


কানাডা : এটিএন ক্রিকেট প্লাস


যুক্তরাষ্ট্র : উইলো


মালয়েশিয়া : অ্যাস্ট্রো ক্রিকেট


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com