শিরোনাম
সাকিবের বিষয়ে যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৯, ১৫:১৯
সাকিবের বিষয়ে যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাকিবের অভাব পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।


মুশফিকুর বলেন, আশা করি সাকিব দ্রুত ফিরে আসবে। দেশবাসী এবং আমাদের সমর্থন তার সঙ্গে সবসময় আছে।


এদিকে বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, সাকিব আল হাসান কোনো অন্যায় করেননি, ভুল করেছেন। আমরা সব সময় তার পাশে থাকব।


আইসিসির নিষেধাজ্ঞার কারণে ভারত সফরে খেলতে পারছেন না বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছেন মুমিনুল হক। আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ সন্ধ্যায় ভারত সফরের উদ্দেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশত্যাগ করবে।


জুয়াড়ির কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে ২ বছর নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।


কিন্তু ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চাওয়ায় সাকিবের ওপর সন্তুষ্ট আইসিসি। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় আইসিসির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার শর্তে সাকিবের শাস্তি এক বছর স্থগিত করেছে আইসিসি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com