
চলতি বছর স্প্যানিশ লা লিগায় অভিষেক হয়েছিল জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। তবে খেলোয়াড় হিসেবে নয়। প্রথম বাংলাদেশি ধারাভাষ্য হিসেবে লিওনেল মেসির বার্সেলোনার ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন তিনি।আবারো সেই বার্সেলোনায় যাচ্ছেন জামাল ভূঁইয়া।
এ বিষয়ে জামাল ভূঁইয়া বলেন, আগামী মাসে স্প্যানিশ জায়ান্টদের সাথে পুনর্মিলিত হতে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই ক্লাবের পক্ষ থেকে টিকিটও পাঠনো হয়ে গেছে তার জন্য।
গত মৌসুমের দুইটি ম্যাচে ধারাভাষ্য করতে দেখা যায় জামাল ভূঁইয়াকে। জাতীয় দল ও ক্লাব ফুটবলের ব্যস্ততা না থাকলে এবারো লা লিগার অফিসিয়াল ফেসবুক পেইজে দেখা যাবে বাংলাদেশ অধিনায়ককে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]