শিরোনাম
১৭ বছর বয়সে ডাবল সেঞ্চুরি হাকিয়ে বিশ্বরেকর্ড!
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৭:২৫
১৭ বছর বয়সে ডাবল সেঞ্চুরি হাকিয়ে বিশ্বরেকর্ড!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাত্র ১৭ বছর বয়সে ডাবল সেঞ্চুরি হাকিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার যশবি জয়সওয়াল। ভারতের একদিনের ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্ট ‘বিজয় হাজারে ট্রফি’তে মুম্বাইয়ের হয়ে নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে এ কীর্তি গড়েন তিনি।


ব্যাঙ্গালুরুতে ঝাড়খণ্ডের বিপক্ষে ম্যাচে যশবির ডাবল সেঞ্চুরিতে ভর করে ৩৫৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মুম্বাই। অল্পের জন্য পুরো ৫০ ওভার খেলতে পারেননি যশবি। আউট হয়েছেন ৫০তম ওভারের চতুর্থ বলে। তার আগেই ১৭ চার ও ১২ ছয়ের মারে খেলেছেন ২০৩ রানের ইনিংস।


এ ইনিংসের মাধ্যমে বিশ্বের প্রথম টিনএজার হিসেবে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন যশবি। তার চেয়ে কম বয়সে আর কেউ লিস্ট এ ক্রিকেটে দ্বিশতক করতে পারেননি।


এছাড়া চলতি শতকে জন্ম নেয়া ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। এ ইনিংস খেলার পথে ১২টি ছক্কা হাঁকিয়েছেন যশবি যা কি না বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ ছয়ের রেকর্ড।


এছাড়া বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান তিনি। তার আগে কেভি কৌশল ও সাঞ্জু স্যামসন দেখিয়েছেন এ কৃতিত্ব। আর সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা সপ্তম ভারতীয় ক্রিকেটার তিনি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com