শিরোনাম
জামাল ভূঁইয়াদের মাশরাফি-মুশফিকের অভিনন্দন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১১:২৭
জামাল ভূঁইয়াদের মাশরাফি-মুশফিকের অভিনন্দন
প্রিন্ট অ-অ+

ফিফা র‍্যাংকিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু মাঠের খেলায় শক্তির পার্থক্য বুঝতেই দেননি জামাল ভূঁইয়ারা। বরং ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করার আগ পর্যন্ত এগিয়ে ছিল সফরকারীরাই। শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হলেও বাংলাদেশের খেলায় মুগ্ধ সবাই।


মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপের ম্যাচে কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আফগানিস্তান ও কাতারের কাছে হারের পর এ ড্র নিঃসন্দেহে স্বস্তিদায়ক।


পুরো ম্যাচে যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন ইয়াসিন খান, রিয়াদুল ইসলাম, রায়হান, জামাল ভূঁইয়ারা, তাতে ম্যাচটা জেতার কথা ছিল বাংলাদেশেরই। ভারতের সুনীল ছেত্রী, উদান্ত সিংদের কড়া পাহারায় রাখার জন্য বাংলাদেশের রক্ষণভাগ প্রশংসার দাবিদার। ৪১তম মিনিটে জামালের বাঁকানো ফ্রি কিকে হেড করে সাদ যে গোলটি করলেন তা এদেশের ফুটবলপ্রেমীদের মনে অনেকদিন গেঁথে থাকবে।


তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে গোল মিসের হতাশায় পুড়তে হয়। ইব্রাহীমের পাস থেকে জীবনের বাঁ পায়ের শট গোলরক্ষকের পায়ে লেগে ফিরে। এর কিছুক্ষণ পর ইব্রাহীমের শট ক্রসবারে লাগে। ৭০তম মিনিটে জীবনের লব গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গোলমুখে প্রবেশের ঠিক আগে ফেরান আদিল খান। পরে ৮৮তম মিনিটে এ আদিলের বুলেট গতির হেডেই সমতায় ফেরে ভারত। অল্পের জন্য জয়টা ফসকে যায় বাংলাদেশের হাত থেকে।


ভারতের মাটিতে জামাল-সাদদের অসাধারণ পারফরম্যান্সে আনন্দে ভেসেছে পুরো বাংলাদেশ। বাদ যাননি জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিমের মতো ক্রিকেট তারকারা।


টাইগার ওয়ানডে দলপতি নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘দারুণ খেলেছো তোমরা। শেষ মুহূর্তে গোল হজম করলেও তোমাদের নিয়ে আমরা গর্বিত। চলো মাথা উঁচু রেখে পরের ম্যাচের দিকে নজর দেই আমরা।’


উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ‘ছেলেদের জন্য দুর্ভাগ্যই বটে। তবে মাঠের নিবেদন ও পরিশ্রম দেখে আমরা গর্বিত। পরেরবার হবে ইনশাআল্লাহ্‌। সবসময় সমর্থন থাকবে।’


দেশের অন্যতম সেরা পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল দল দারুণ খেলেছে। সামনে এর চেয়েও ভালো পারফরম্যান্সের প্রত্যাশায়।’


তবে বাকিদের চেয়ে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের ফেসবুক পোস্ট আলাদা নজর কেড়েছে। এর আগে ২০১২ এশিয়া কাপে ২ রানের জন্য শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এভাবে স্বপ্নভঙ্গ হওয়ার ঘটনা আছে আরো বেশ কয়েকটি। সেসব কষ্টের কথা মনে করেই তিনি লিখেছেন, ‘আমাদের স্বপ্ন গুলো এভাবেই ভেঙে যায়। হয়তো ২ রানে, নয়তো ২ মিনিটে। অভিনন্দন বাংলাদেশ।’


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com