শিরোনাম
টাইগারদের পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেবে সরকার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ০৯:৩২
টাইগারদের পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেবে সরকার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নভেম্বর শুরুতেই সাকিবদের ভারত সফর। এ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে এ সফরকে ছাপিয়ে আলোচনায় এখন বাংলাদেশ দলের পাকিস্তান সফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, পাকিস্তান সফর করার বিষয়টি সিদ্ধান্ত নেবে সরকার।


আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের। এ সফরের জন্য সরকারের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে ক্রিকেট বোর্ড।


শনিবার (১২ অক্টোবর) বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকরাম খান বলেন, ‘সরকারের সংস্থা থেকে নিরাপত্তা দল যাবে, উনাদের রিপোর্টের ওপর আমরা কাজটা করব।’


আকরাম খান বলেন, ‘আমাদের মূল দলের সফরের ক্ষেত্রে কিন্তু সরকারের অনুমতিও লাগবে। সে জিনিসটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই আমরা এটা নিয়ে কাজ করব।’


তবে বিসিবি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নিরাপত্তার বিষয়টি। এতে কোনো ধরনের খুঁত রাখতে চায় না বোর্ড। নিরাপত্তার বিষয়টি নিয়ে আকরাম খান বলেন, ‘বোর্ড সভাপতি কিন্তু নিউজিল্যান্ডের ঘটনার পর একটা কথাই বারবার বলে আসছেন। সেটা হলো নিরাপত্তা আমাদের সবার আগের বিবেচ্য বিষয়। সুতরাং আমরা কিন্তু এটাকে বেশ গুরুত্ব দিব।’


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com