
ভুটানকে নিজেদের মাঠে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার (৯ অক্টোবর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে এ প্রতিযোগিতার তৃতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ।
দারুণ এই জয়ে ভুটানের ওপর আধিপত্য ধরে রাখল বাংলাদেশের মেয়েরা। প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে লিগ পর্বে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। পরের বার ৫-০ ব্যবধানে উড়িয়ে ফাইনালে উঠেছিল তারা।
২০১৭ সালে প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালের দ্বিতীয় আসরে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]