শিরোনাম
আরো এক ধাপ নেমে গেলেন সাকিব
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ১১:৫৮
আরো এক ধাপ নেমে গেলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিকেটের তিন সংস্করণেই অলরাউন্ডারের তালিকায় দীর্ঘদিন যাবৎ শীর্ষস্থানটি দখল করে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।


মাঝে শীর্ষস্থান বিচ্যূত হলেও ফের তা পুনরুদ্ধারও করেছিলেন এ অলরাউন্ডার। কিন্তু সেটিও ধরে রাখতে পারেননি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারের কাছে শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে ছিলেন বাংলাদেশের অধিনায়ক।


কিন্তু জাদেজার কারণে দ্বিতীয় স্থানও ধরে রাখতে পারলেন না সাকিব। আরো এক ধাপ নেমে গেলেন টেস্ট র‌্যাংকিংয়ে।
২০১৮ সালের লম্বা একটা সময় ইনজুরির কারণে ছিলেন মাঠের বাইরে, খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ। চলতি বছরেও নিউজিল্যান্ড সফরে পাওয়া যায়নি সাকিব আল হাসানকে। আর সবশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিজের তুলনায় বেশ নিষ্প্রভই ছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এর মাশুলই গুনতে হলো সাকিবকে।


ভারতের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭০ রান (৩০+৪০) ও ৬ উইকেট (২+৪) নিয়ে র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ৩৯৮, সাকিবের ৩৯৭। শীর্ষে থাকা হোল্ডারের নামের পাশে রয়েছে ৪৭২ রেটিং।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com