শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে প্যারা-কমান্ডোদের মহড়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৫:১৫
মিরপুর স্টেডিয়ামে প্যারা-কমান্ডোদের মহড়া
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে নিরাপত্তার বিষয়টি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। কেননা এর আগে নিরাপত্তা ইস্যু তুলে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসেনি। তাই এবারে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কাজ করছে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সফর নিয়ে ইসিবি বিসিবির কাছে একটি সিকিউরিটি পরিকল্পনা চেয়েছিল এবং বাংলাদেশ সরকার ইংল্যান্ড দলকে সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটির নিশ্চয়তা দিয়েছিল। সে অনুযায়ী নিরাপত্তা ইস্যুতে কাজ করছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


তাই ইংল্যান্ড দলকে দেয়া হচ্ছে স্বরণকালের সেরা সিকিউরিটি। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী ৩০ মিনিটের বিশেষ এক মহড়া অনুষ্ঠিত হয়।


১ প্যারা কমান্ডো ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল এম এম ইমরুল হাসান বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির যেকোনও প্রয়োজনে অবদান রাখতে সর্বদা অঙ্গিকারবদ্ধ। সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে যেকোনও দায়িত্ব প্রদান করলে, সেটা সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা সব সময় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় চলমান বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র বিশেষায়িত ফোর্স ১ প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন, বাংলাদেশ আর্মি এভিয়েশন এবং বাংলাদেশ বিমান বাহিনী এবং সাথে অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটা সার্বিক মহড়া এই মাত্র অনুষ্ঠিত হলো।’


তবে বিশেষায়িত এই বাহিনীকে কেবল বিশেষ পরিস্থিতির জন্যই প্রস্তুত রাখা হচ্ছে। বিশেষ কোনো পরিস্থিতির উদ্ভব না হলে সেনাবাহিনীর সদস্যরা মাঠে প্রবেশ করবেন না। ফোর্স-১ প্যারা-কমান্ডো বাহিনী বাংলাদেশ আর্মি এভিয়েশন, বাংলাদেশ বিমান বাহিনী ও এর সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর চৌকোষ সদস্যদের সমন্বয়ে গঠিত।


মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটি হবে ৭ অক্টোবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একই মাঠে ৯ অক্টোবর লড়বে দুদল। তৃতীয় ও শেষ ম্যাচটি ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। পরে দুই টেস্টের সিরিজে লড়বে বাংলাদেশ-ইংল্যান্ড।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com