শিরোনাম
ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই নভেম্বরে
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৪
ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই নভেম্বরে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা ফের একে অপরের মুখোমুখি হচ্ছে। দুদলের দ্বৈরথ মানেই ফুটবলপ্রেমীদের কাছে এক অন্যরকম অনুভূতি। এর রয়েছে দীর্ঘদিনের ফুটবল ইতিহাস-ঐতিহ্য। যে কারণেই এটি সুপার ক্লাসিকো নামেও সমধিক পরিচিত।


১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হয় লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। ওই ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। সবশেষ দুদল মুখোমুখি হয় এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে। ঘরের মাঠে তাতে আর্জেন্টাইনদের ২-০ গোলে হারিয়ে বিদায় করে দেন ব্রাজিলিয়ানরা। শিরোপাও জেতেন সেলেকাওরা।


এ দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে ১১১টি ম্যাচে মাঠে নেমেছে দুদল। ৪৬টিতে জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনা জয় পেয়েছে ৩৯টিতে। বাকি ২৬ ম্যাচ ড্র হয়েছে।


এসব পরিসংখ্যানে বদল আনতেই মূলত আবারও মাঠে নামছে দুদল। ম্যাচটি আগামী ১৪ নভেম্বর সৌদি আরবের রিয়াদে গড়াবে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com