শিরোনাম
ক্রিকেটার বেন স্টোকসের ভাই-বোনকে হত্যা!
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৪
ক্রিকেটার বেন স্টোকসের ভাই-বোনকে হত্যা!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ড দলের সেরা অলরাউন্ডার এবং টেস্ট দলের সাবেক সহ-অধিনায়ক বেন স্টোকসের ভাই-বোনকে হত্যা করেছিল তার মায়ের প্রাক্তন প্রেমিক। এমন চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য সান। এই খবর প্রকাশ হওয়ার পরেই স্টোকস তীব্র নিন্দা করেছেন। এরকম খবর ছাপার কারণে বিরক্ত ইংরেজ অলরাউন্ডার। বিতর্কও শুরু হয়েছে।


ব্রিটিশ সংবাদপত্র দ্য সান জানিয়েছে, ‘‌স্টোকসের মায়ের প্রাক্তন প্রেমিক হিংসার বশবর্তী হয়ে হত্যা করেছিল ক্রিকেটারের ভাই ও বোনকে। এই নৃশংস কাণ্ডের তিন বছর পর স্টোকসের জন্ম হয়।’‌ খবরটি পড়ার পর স্টোকস সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘নিউজিল্যান্ডে আমার মা–বাবার কাছে ওই সংবাদপত্রের প্রতিনিধি গিয়েছিল। তারপরই এই খবর প্রকাশ করা হয়েছে। আমার পরিবারের একান্ত ব্যক্তিগত, যন্ত্রণাদায়ক বিষয় এটা। যা প্রকাশ করা হলো। সবচেয়ে বড় কথা এই ঘটনার ৩১ বছর কেটে গেছে।’‌


এরপরই স্টোকসের সংযোজন, ‘‌এরকম নোংরা খবর পরিবেশন যিনি করেছেন, তাকে সাংবাদিক ভাবতে লজ্জা করছে। পরিবারের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। প্রায় তিন দশক ধরে এই ঘটনা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা করছি। তখনই এই খবরটা প্রকাশ করা হলো।


গত শনিবার দ্য সান পত্রিকার সাংবাদিক নিউজিল্যান্ডে আমার মা–বাবার কাছে যায়। আর এই একান্ত ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়টি তোলে। তারপর প্রথম পাতায় বিষয়টি ছাপা হয়েছে। খবরে আমার নামও একাধিকবার ব্যবহার করা হয়েছে। এতে আমার কেরিয়ারে প্রভাব পড়তে পারে। আমার, স্ত্রী, সন্তান, মা–বাবার জীবনেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই তথ্যটা ছাপার আগে অনুমতি নেয়া উচিত ছিল। শুধু পত্রিকার বিক্রি বাড়ানোর উদ্দেশেই এই প্রতিবেদন ছাপা হয়েছে। সবার কাছে অনুরোধ, আমার পরিবারের ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত থাকতে দিন। কেউ কাঁটাছেড়া করবেন না।’‌ ‌


বিবার্তা/আলআমিন/জাই‌

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com