শিরোনাম
এক রাতেই রোনালদোর ৪!
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৬
এক রাতেই রোনালদোর ৪!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবিশ্বাস্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখল বিশ্ব। উয়েফা ইউরো ২০২০ বাছাইয়ের ম্যাচে একাই করলেন ৪ গোল। আর লিথুয়ানিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন তারা।


এ যেন রোনালদোর রাত। হ্যাটট্রিক। পরে আরও একটি গোল। পর্তুগালের হয়ে ৯৩টি গোল হয়ে গেছে তার। কোনো ইউরোপিয়ান ফুটবলার এই প্রথম দেশের হয়ে ৯০ গোলের মাইলফলক স্পর্শ করল। এছাড়া দেশের হয়ে ৮ নম্বর ও সব মিলিয়ে ৫৪তম হ্যাটট্রিক ছিল সিআরসেভেনের।


ইরানের আল দাই ১০৯ গোল করে সবার ওপরে রয়েছেন। এখন ১৬ গোল পেছনে রয়েছেন জুভেন্টাসের এই তারকা ফুটবলার। দেশের হয়ে গোলদাতা হিসেবে ৩৪ বছর বয়সী রোনালদোর অবস্থান দ্বিতীয়। আরও একটি অবিশ্বাস্য রেকর্ড রয়েছে। ৪০টি দেশের বিপক্ষে গোল করার কৃতিত্ব রোনালদোর।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতের অপর ম্যাচে ইংল্যান্ড ও কসোভো পাগলাটে ম্যাচ খেলে। ৮ গোলের ম্যাচ। ইংল্যান্ড ৫-৩ ব্যবধানে খেলাটি জিতেছে। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স অ্যান্ডোরাকে হারিয়েছে ৩-০ গোলে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com