শিরোনাম
রবি শাস্ত্রীর মাসিক বেতন প্রায় কোটি টাকা!
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৮
রবি শাস্ত্রীর মাসিক বেতন প্রায় কোটি টাকা!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টম মুডি, মাইক হেসনের মতো হাইপ্রোফাইল বিদেশি কোচকে পেছনে ফেলে আবারো ভারতের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবি শাস্ত্রী। শুধু দায়িত্ব পাওয়াই নয়, এবারের মেয়াদে তার বেতনও আগের চেয়ে বেশি।


নতুন চুক্তিতে রবি শাস্ত্রীর বেতন ২০ শতাংশর মতো বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগে তিনি পেতেন বছরে ৮ কোটি রুপি।


বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় সাড়ে ৯ কোটি টাকা। এখন থেকে বছরে সাড়ে ৯ কোটি থেকে ১০ কোটি রুপি বেতন পাবেন শাস্ত্রী। বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় ১১-১২ কোটি টাকার মতো। চুক্তি কার্যকর হয়ে গেছে চলতি মাসের ১ তারিখ থেকেই। বেতন বাড়ছে ভারতীয় দলের অন্য সাপোর্ট স্টাফদেরও। বোলিং কোচ ভরত অরুণ পাবেন বছরে সাড়ে ৩ কোটি রুপি। একই পরিমাণ বেতন পাবেন ফিল্ডিং কোচ আর শ্রীধরও। আর সঞ্জয় ব্যাঙ্গারের জায়গায় ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া বিক্রম রাঠোর পাবেন আড়াই থেকে সাড়ে ৩ কোটি রুপি।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com