শিরোনাম
ব্যবধান কমালো মেয়েরা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১০:০১
ব্যবধান কমালো মেয়েরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ সামনে রেখে তৃতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী দলের বিপক্ষে ৩-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমি নারী দল।


এর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচেও একই ব্যবধানে হেরেছিল মেয়েরা। বাকি আছে আরও তিনটি ম্যাচ।


রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচের তুলনায় তৃতীয় ম্যাচে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ করে ২-০ গোলে পিছিয়ে থেকে। তৃতীয় কোয়ার্টারে আরেকটি গোল হজম করলেও চতুর্থ কোয়ার্টারে রক্ষণের দৃঢ়তায় ৩-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে।


ম্যাচের ১৩ মিনিটে ফিল্ড গোল থেকে সাকশির গোলে লিড নেয় ভারতের মেয়েরা। ২৫ মিনিটে লালওয়ান পুইয়ের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন সফরকারীরা। দ্বিতীয়ার্ধে লারুতাফেলির গোল পেনাল্টি কর্নার গোল থেকে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাই একাডেমি।


ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন ও স্মারক উপহার দিয়ে বরণ করে নেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।


এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দীন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির সিনিয়র কনসালটেন্ট এ এস এ মুইজ ও ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com