শিরোনাম
খাদিজার অপেক্ষায় সিলেটবাসী
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৬, ১৭:১৬
খাদিজার অপেক্ষায় সিলেটবাসী
খলিলুর রহমান
প্রিন্ট অ-অ+

ঢাকার সাভারে চিকিৎসাধীন খাদিজা আক্তার নার্গিসের অপেক্ষায় রয়েছেন সিলেটবাসী। পাশাপাশি বখাটে বদরুল আলমের দ্রুত বিচার হোক - এটাও তাদের দাবি।


সম্প্রতি সিলেটের অঞ্চলের বেশ কয়েকজন ব্যক্তির সাথে কথা বলে এমনটাই জানা গেছে।


সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির বিবার্তাকে বলেন, ‘মৃত্যুর মুখ থেকে আল্লাহ খাদিজাকে ফিরিয়ে দিয়েছেন, শুকরিয়া জানাই। তবে খাদিজার জীবন থেকে যে ক'টা দিন স্তব্ধ করে দিয়েছিল বদরুল, তার দৃষ্টান্তমূলক শাস্তিও দেখতে চাই আমরা।’


বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, সিলেট শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য, সাংবাদিক রফিকুল ইসলাম কামাল বলেন, ‘বর্বরতা আর নৃশংসতার বিরুদ্ধে লড়াইয়ে প্রতীক হয়ে উঠেছেন খাদিজা। বদরুল নামক নরপশুর চাপাতির ভয়ানক আঘাতের বিরুদ্ধে লড়াই করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে খাদিজা দেশের নির্যাতিতা নারীদের জন্য সাহসের প্রতীক হয়ে উঠেছেন। পুরো সুস্থ তিনি আপনালয়ে ফিরবেন, এমনটাই প্রত্যাশা।’


সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা সঞ্চয় বণিক বলেন, ‘কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে ওঠা এক অলৌকিক ঘটনা। এটা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা চাই, খাদিজা আবার আলো ছড়াক তার প্রিয় শিক্ষাঙ্গনে। তার স্বপ্ন পূরণ হোক। আর সেই সাথে তার এমন পরিণতির জন্য দোষী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।


ছড়া নিকেতন, সিলেটের নির্বাহী পরিচালক বশির আহমদ জুহেল বলেন, ‘সকলের প্রত্যাশা নার্গিস ফিরে আসুক সুস্থ হয়ে।’


উল্লেখ্য, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামের মাসুক মিয়ার মেয়ে খাদিজা আক্তার নার্গিস সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী। গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা দিতে গিয়ে বখাটে বদরুলের চাপাতির আঘাতে আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান তিনি। দীর্ঘ চিকিৎসায় প্রায় সুস্থ এখন তিনি। গত সোমবার ২৮ নভেম্বর তাকে সাভারের সিআরপিতে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।


বিবার্তা/খলিল/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com