শিরোনাম
১০ টাকার চালে ভর্তুকি ৮৩৫ কোটি টাকা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১৯:৫৭
১০ টাকার চালে ভর্তুকি ৮৩৫ কোটি টাকা
মৌসুমী ইসলাম
প্রিন্ট অ-অ+

হতদরিদ্র মানুষদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে শুরু হয়েছে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’। এ কর্মসূচির অধীনে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল পাচ্ছেন হতদরিদ্র মানুষ। এই কর্মসূচি চালাতে সরকারকে এই বছরেই ভর্তুকি গুনতে হবে ৮৩৫ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের সময় অতিরিক্ত এই অর্থের সংস্থান করবে সরকার।


এদিকে বিশাল ভর্তুকির সামাজিক নিরাপত্তামূলক এই কর্মসূচির সুফল নিয়ে প্রশ্ন উঠেছে। ডিলার নিয়োগে অনিয়ম, সুবিধাভোগী নির্বাচনে অস্বচ্ছতা, কালোবাজারে চাল বিক্রি, ওজনে কারচুপিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এছাড়া হতদরিদ্রদের নাম বাদ দিয়ে তালিকায় সচ্ছল ব্যক্তি ও প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্ত করায় বিভিন্ন এলাকায় ক্ষোভ প্রকাশ করেছে সুবিধাবঞ্চিতরা।


বিশ্লেষকরা বলছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এই কর্মসূচী প্রকৃত সুবিধাভোগীর দোরগোড়ায় নিতে দরকার কঠোর তদারকি।


এ প্রসঙ্গে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, নানামুখী নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করার পরও দারিদ্র্যসীমার নিচে বাস করছে দেশের প্রায় ২৫ শতাংশ মানুষ। এখনো মৌলিক সুবিধার বাইরে রয়েছে বিপুলসংখ্যক মানুষ। তাদের সুরক্ষা দিতেই এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তবে তাদের কাছে ১০ টাকার চাল পৌঁছাতে নজরদারি বাড়াতে হবে। বিশেষ করে দরিদ্র নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার।


উল্লেখ্য, চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে কৃষকের কাছ থেকে প্রতি মেট্রিক টন ৩২,০০০ টাকা দরে চাল কেনার প্রস্তাব করা হয়। এর সঙ্গে পরিবহনসহ বিভিন্ন ব্যবস্থাপনা ব্যয় যুক্ত হয়ে এ চালের মূল্য দাঁড়ায় প্রতি মেট্রিক টন ৩৭,০৯৭ টাকা। ওএমএসের (খোলাবাজার কর্মসূচী) মাধ্যমে এ বছর সরকারি চাল বিক্রির লক্ষ্যমাত্রা পাঁচ লাখ চার হাজার মেট্রিক টন। এর গোডাউন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি মেট্রিক টন ১৩,৫০০ টাকা। ফলে প্রতি টন ওএমএস চালে ভর্তুকি দাঁড়াবে ২৩,৫৯৭ টাকা। সব মিলিয়ে মোট ভর্তুকি দাঁড়াবে এক হাজার ২৯৭ কোটি টাকা।


খাদ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ‘খাদ্যবান্ধব’ কার্যক্রমের মাধ্যমে ২০১৬-১৭ অর্থবছরে প্রতি লাখ মেট্রিক টনের বিপরীতে ভর্তুকির পরিমাণ বাড়বে ৩৭০ কোটি টাকা। প্রাথমিকভাবে এই কর্মসূচীর মাধ্যমে আড়াই লাখ মেট্রিক টন চাল বিক্রির পরিকল্পনা নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখ পরিবার বছরের পাঁচ মাস ধরে পাবেন ১০ টাকা কেজি দরে চাল।


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com