শিরোনাম
ভাইরাসে বেগুন ক্ষেত উজাড়, দিশেহারা কৃষক
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৭, ২০:৩৫
ভাইরাসে বেগুন ক্ষেত উজাড়, দিশেহারা কৃষক
এই জমিতে বেগুন চাষ করা হয়েছিলে। কিন্তু ব্যাকটেরিয়ায় সব গাছ মরে গেছে
এইচ আর তুহিন, যশোর
প্রিন্ট অ-অ+

যশোরের বৃহত্তর সবজি উৎপাদন এলাকা সদর উপজেলার চুড়ামনকাটি ও বারিনগর ইউনিয়নে ‘স্ট্রোক’-এ আক্রন্ত হয়ে বেগুন গাছ মরে ক্ষেত উজাড় হয়ে যাচ্ছে।


অন্যদিকে ‘তুলশী পড়া’ রোগে আক্রান্ত হওয়ায় ফলন বন্ধ হয়ে গেছে। শীম ক্ষেতেও দেখা দিয়েছে মড়ক। বর্তমান সময় পর্যন্ত বিঘা প্রতি যেখানে তিন লাখ টাকার বেগুন ও ৫০ হাজার টাকার শীম উৎপাদন হওয়ার কথা সেখানে দুই হাজার টাকার সবজিও কৃষকরা পাননি। এলাকার মাঠে মাঠে এখন কৃষকের হাহাকার। কৃষি বিভাগ স্ট্রোককে ব্যাকটেরিয়াল উইলড ও তুলশী পড়াকে এক ধরনের ভাইরাস বলছে।


চুড়ামনকাটি ও বারিনগর ইউনিয়ন সবজি জোন বলে খ্যাত। সবজি উৎপাদনে এই জোনের অন্যতম গ্রাম শাহবাজপুর। এই গ্রামের পাঁচ শতাধিক পরিবারের সবাই সবজি চাষের সাথে জড়িত। সবজি চাষি কামরুল ইসলাম জানান, গ্রামটিতে প্রায় এক হাজার বিঘা জমিতে সবজি চাষ হয়।


এই গ্রামে কৃষিজাত ফসলের মধ্যে সবজিই প্রধান। সুদূর অতীতকাল থেকে এখানে সবজি চাষ হয়ে আসছে। এখানকার ভূমি প্রকৃতি সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। গ্রামবাসীর যশ খ্যাতি অর্থনৈতিক অগ্রগতি সবই সবজিকে ঘিরে। কিন্তু হালে এর চাষাবাদ করতে গিয়ে কৃষকরা বিপর্যয়ের মুখে পড়ছেন। নানা রকম রোগ বালাইয়ের কারণে তারা সর্বস্বান্ত হচ্ছেন।


যশোর সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসিত ঘোষ জানান, সদর উপজেলায় শীতকালীন সবজি চাষ হয়েছে তিন হাজার ৬৮৫ হেক্টরে। এরমধ্যে শীমের চাষ হয়েছে ৯২০ হেক্টরে। ৩৬০ হেক্টরে হয়েছে বেগুনের চাষ। অন্যান্য উল্লেখযোগ্য সবজির মধ্যে রয়েছে বাধা কপি ৬৪০ হেক্টর, ফুল কপি ১১৬ হেক্টর, মূলা ৫১০ হেক্টর, পটল ৩১০ হেক্টর এবং আলুসহ অন্যন্য সবজি ৭৫৪ হেক্টর। প্রায় সমপরিমাণ সবজি চাষ হয় গ্রীষ্ম মৌসুমেও।


আবাদকৃত শীতকালীন সবজির মধ্যে প্রায় এক তৃতীয়াংশ হলো বেগুন ও শীম। এই দুটি সবজি ‘স্ট্রোক’ ‘তুলশী পড়া’ ও মড়কে সাবাড় হয়ে যাচ্ছে। অসিত ঘোষ জানান, স্ট্রোক বলে কোন রোগের কথা তার জানা নেই। তবে এবারের অতি বর্ষণ বেগুন গাছের মড়কের অন্যতম কারণ হতে পারে।


তুলশী পড়া রোগটা এক ধরণের ভাইরাস। ক্ষেতের কোন একটি গাছ আক্রান্ত হওয়ার সাথে সাথে সেই গাছটি কেটে ফেলে পুড়িয়ে অথবা মাটিতে পুতে ফেলতে হয়।


কামরুল ইসলাম জানান, গত বছর পাঁচেক হলো বেগুনে স্ট্রোক রোগ দেখা দিচ্ছে। এই রোগে আক্রান্ত গাছ দু-একদিনের মধ্যে মরে যাচ্ছে। যে ক্ষেতে একবার এই রোগ দেখা দিচ্ছে সেই ক্ষেত আর রক্ষা পাচ্ছে না। এবার এই রোগ ভয়াবহ রূপ ধারণ করেছে। কিছু বুঝে ওঠার আগেই যেমন মানুষ হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায়। বেগুন গাছের ঠিক তেমনটাই হচ্ছে। বিকেলে যে গাছটা সবুজ সতেজ দেখা যায় সকালে সেই গাছটাই দেখা যায় ঢলে পড়তে। আর দিন পার না হতেই গাছটি শুকিয়ে মরে যায়। মানুষের স্ট্রোকের সাথে বেগুনের এই রোগের মিল থাকায় কৃষকরা একে স্ট্রোক বলে থাকেন। গোটা এলাকা জুড়ে রোগটা এই নামেই পরিচিত।


স্ট্রোকের প্রতিষেধক জানা না থাকায় কৃষকরা নিরব দর্শক হয়ে গাছের মড়ক দেখছেন আর হাহুতাশ করে কাটাচ্ছেন। তুলশী পড়া প্রতিরোধে কীটনাশক কোম্পানির মাঠকর্মীদের পরামর্শ অনুযায়ী আক্রান্ত ক্ষেতে সুইটপ্রিন্ট ও টাইপিট নামের ওষুধ স্প্রে করছেন।


কামরুল ইসলাম এবার সাড়ে তিন বিঘা জমিতে বেগুনের চাষ করেছেন। কিন্তু ক্ষেতের গাছগুলো সবই একে একে মরে যাচ্ছে। তিনি এক বিঘা শীমের চাষ করেছেন। তার অবস্থাও একই রকম। মড়ক লেগে শীম গাছ মরে যাচ্ছে। শাহবাজপুর মাঠে আবাদ হয়েছে বেগুন, শীম, বাধা কপি, ফুল কপি, মূলা, পটল, আলু প্রভৃতি। এর মধ্যে এক তৃতীয়াংশের আবাদ হয়েছে বেগুন ও শীমের। যা নষ্ট হয়ে যাচ্ছে।


এ অবস্থা শুধু কামরুল ইসলামের নয়। গ্রামের সবিনুর রহমান, শিমুল হোসেন, রবিউল ইসলাম, ইব্রাহিম হোসেন, হাবিবুর রহমান, মিজানুর রহমান, আবদুল গনি, আকসার আলী, গোলাম আজম,তুষার এমরান ও আবু হানিফসহ সব সবজি চাষি একই বিপর্যয়ের শিকার। আসকার আলী বলেন, ‘স্ট্রোকে বাগুন গাছ মরে ভুই (জমি) সব চুয়া (ফাঁকা) হয়ে যাচ্ছে।


আবদুল গনি বেগুন চাষ করেছিলেন দেড় বিঘায়। তুষার এমরান চাষ করেছিলেন সাড়ে তিন বিঘায়। তাদের পুরো জমির বেগুন গাছ মরে গেছে। মরা বেগুন গাছ কেটে জ্বালানি করা হচ্ছে এবং ওই জমিতে নতুন করে অন্য সবজি চাষের চেষ্টা করা হচ্ছে। আবদুল গনির জমিতে নতুন করে মূলা চাষ করছেন। তুষার এমরান প্রস্তুতি নিচ্ছেন অন্য সবজি চাষের।


আবদুল গনি জানান, নতুন করে মূলা চাষ করে লোকসান হবে জেনেও চাষ করছেন। কারণ এখন মূলা কেজি প্রতি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর মাস খানেকের মধ্যে মূলার দাম পড়ে গিয়ে বিক্রি হবে ২৫ পয়সা থেকে ৫০ পয়সা দরে। এই চাষ করতে বিঘা প্রতি খরচ হবে ১২ হাজার টাকা। এই খরচের দু-এক শতাংশও উঠবে না। ক্ষেত ফেলে না রেখে কিছু একটা করতে হবে। তাই মূলার চাষটা করা।


সবজি চাষিদের সবার একই অভিযোগ- উপজেলা কৃষি অফিসার আর ও উপ-সহকারী কৃষি অফিসার গ্রামে কোন দিন আসেন না।


এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ জানান, তিনি উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন। আসলে স্ট্রোক বলে কোন রোগ নেই। যে রোগে বেগুন গাছ মরছে তার নাম ব্যাকটেরিয়াল উইলড।


অজ্ঞতাবশত অতিমাত্রায় হরমনের ব্যবহার এই রোগের অন্যতম কারণ। তিনি খবর নিয়ে জেনেছেন সংশ্লিষ্ট এলাকার কৃষকরা নয় দিনে তিন প্রকার হরমন ব্যবহার করেছেন। যা নিয়ম বহির্ভুত। এবারের অতি বর্ষণও এর জন্য অনেকটা দায়ী। দেশে এই রোগ প্রতিরোধের কার্যকর কোন ওষুধ নেই।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com