শিরোনাম
দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের উন্নয়ন কাজ শেষের পথে
অচিরেই ব্যান্ডউইথ রফতানি হবে
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৮:৩৪
অচিরেই ব্যান্ডউইথ রফতানি হবে
উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের উন্নয়ন কাজ শেষের পথে রয়েছে। উপজেলার লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখোলা পাড়া গ্রামে নির্মাণাধীন দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনে যুক্ত হচ্ছে অপটিক্যাল ফাইবার ক্যাবলের উচ্চগতির ব্যান্ডউইথ।


আন্তর্জাতিক এসএমডব্লুউ-৫ (সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ) কনসোর্টিয়ামের দেড় হাজার ক্যাপাসিটি (জিবিপিএস) ব্যান্ডউইথএ স্টেশন থেকে আগামী মার্চ মাসেই ব্যান্ডউইথ পাওয়া যাবে। জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান এনইসি বাংলাদেশের সমুদ্রসীমায় দুই বছর ধরে শেষ ধাপে কাছ করছে। বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ায় কাজ সাময়িক স্থগিত শেষে ফের ল্যান্ডিং স্টেশনে অপটিক্যাল ক্যাবল সংযুক্তির কর্মযজ্ঞে শতাধিক দেশী বিদেশী শ্রমিকরা দিনরাত কাজ করছে।


এক সপ্তাহের মধ্যে ইউরোপ থেকে সিঙ্গাপুর হয়ে সমুদ্রপথে আসা সঞ্চালন লাইন বিচ ম্যানহোল, হ্যানহোল, জয়েন্ট ম্যানহোল হয়ে কুয়াকাটার গোড়াআমখোলা পাড়ায় দ্বিতীয় ল্যাংন্ডিং স্টেশনে সংযুক্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


বাংলাদেশ সাবমেরিন ক্যাবল্ কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)’র এসএমডব্লিউ-৫ প্রকল্পের ম্যানেজার এস্টেট সুভ্রম কিশোর দাস জানান, দ্বিতীয় সাবমেরিন কেবল স্টেশনটির কার্যক্রম পুরোপুরি চালু করতে ইতিমধ্যে ৬৬০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির ওপর ল্যান্ডিং স্টেশনের মূল ভবনসহ ফাংশনাল বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।


বৈদ্যুতিক উপকেন্দ্র, জেনারেটর, ট্রান্সফরমার, অগ্নি নির্বাপণ ব্যবস্থাসহ সাবমেরিন ক্যাবলের যন্ত্রপাতি স্থাপন ও ডেটা সেন্টারের কাজ শেষ হয়েছে। বিদ্যুৎলাইন সঞ্চালনের জন্য স্থাপিত ইলেকট্রিক্যাল পোস্টের কাজও শেষ হয়েছে। মূল ভবনের সৌন্দর্য বর্ধনের কাজও শেষ। চলছে কর্মকর্তা-কর্মচারীদের আবাসন, ডরমেটরি, নিরাপত্তা কর্মীদের ব্যারাক, বিশ্রামাগার, ড্রেনেজ ব্যবস্থাসহ বাকি অবকাঠামোর কাজ।


এসএমডব্লিউ-৫ প্রকল্প পরিচালক পারভেজ মনন আরশাফ জানিয়েছেন, ১৯টি দেশের টেলিযোগাযোগ সংস্থার সম্মেলনে গঠিত সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ণ ইউরোপ (এসইএ-এমই-ডব্লিউই-৫) আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অধীনে এই সাবেমেরিন কেবলটিতে ২০ হাজার কিলোমিটার ব্যাপি অত্যাধুনিক ১০০ জি আলোক তরঙ্গের ডিডব্লিউএম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জাপানের এনইসি এবং ফ্রান্সের অ্যালকাটেল লুসেন্ট যৌথভাবে সাবমেরিন ক্যাবল প্রতিস্থাপনের কাজ করছে।


জানা গেছে, কুয়াকাটা সৈকত থেকে একটি ব্রাঞ্চের মাধ্যমে ল্যান্ডিং স্টেশন হয়ে মূল ক্যাবলে বাংলাদেশ যুক্ত হবে। মিয়ানামারের সঙ্গে ব্রাঞ্চ শেয়ারিংও হবে। এর বাইরে সিঙ্গাপুর, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলংকা, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, ওমান, জিবুতি, মিশর, তুরস্ক, ইতালি, ফ্রান্সসহ বেশ কিছু দেশ এ কেবলে যুক্ত হচ্ছে। এর জন্য সাগরের নিচ দিয়ে ফ্রান্স থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা ও মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত ২৫ হাজার কি.মি. দীর্ঘ কেবল স্থাপন করা হয়েছে।


কুয়াকাটা সৈকত থেকে সাড়ে ৯ কিমি দূরের সমুদ্র সৈকতে বাংলাদেশ অংশের সাবমেরিন কেবল চলে এসেছে। প্রায় ৬৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটিতে বাংলাদেশ সরকার ১৬৬ কোটি টাকা ও বিএসসিসিএল ১৪২ কোটি টাকা ব্যয় করছে। ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) প্রকল্পের বাকি প্রায় ৩৫২ কোটি টাকার ঋণসহায়তা দিয়েছে। নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কুয়াকাটা থেকে ঢাকাসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় ও জেলা শহরগুলোতে ব্যান্ডউডথ পৌঁছানোর জন্য অপটিক্যাল ফাইবার ব্যাকহোল তৈরির কাজ করছে।



কুয়াকাটা সৈকতে অপটিক্যাল ফাইবার কেবল্ ল্যান্ডিংয়ের কাজ চলাকালে অপটিক্যাল মেরিন সার্ভিসের প্রধান ক্যাপ্টেন ইজাজ বলেন, ‘সাবমেরিন স্টেশনের অভ্যন্তরীণ কেবলের সাথে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ দিতে আমরা কাজ শুরু করছি। এ কাজ সম্পন্ন হতে আরও সপ্তাহ খানেক লেগে যাবে।’


আগামী বছরের মার্চ মাসের মধ্যে কুয়াকাটায় নির্মিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এটি চালু হয়ে গেলে দেড় হাজার ব্যান্ডউডথ সরবরাহের সক্ষমতা অর্জন করবে। ক্রমবর্ধমান ব্যান্ডউইডথ এর অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বড় অংকের অর্থ উপার্জনের সুযোগ পাবে।


বিবার্তা/হাওলাদার/জিয়া/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com