শিরোনাম
মেলায় নার্গিস পারভিনের ‘ঝিঁঝি ডাকা নীরবতা’
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৫
মেলায় নার্গিস পারভিনের ‘ঝিঁঝি ডাকা নীরবতা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে নার্গিস পারভিনের কাব্যগ্রন্থ ‘ঝিঁঝি ডাকা নীরবতা’। বাংলা জার্নাল থেকে বইটি প্রকাশিত হয়েছে।


‘ঝিঁঝি ডাকা নীরবতা’ কাব্যগ্রন্থে রয়েছে একাকিত্ব কিংবা শুনসানের ভয়াবহ ইঙ্গিত, তবুও কবি নার্গিস পারভিন আশাবাদী থেকেছেন এই বলে, ‌তুমি ঠিক ফিরে আসবে'।


কাব্যগ্রন্থে কবি বলেছেন, এভাবেই পড়ে থাকে নিয়তের রাত আর আমরা ক্রমশ একা হয়ে যাই!


ভাঙনের বিষাদ বুকে নিয়ে আমরা প্রত্যেকেই এক একজন শরণার্থী, প্রলয়ের করাল স্রোতে ক্ষয়ে যাওয়া সম্পর্ক, সময়ের দেয়াল ধরে ভুল আর ভবিষ্যতের মুখাপেক্ষি, বিস্তীর্ণ আকাশ বরাবর আবহমান আমাদের কষ্টের ক্যানভাস। এ বিষয়টি কাব্যগ্রন্থে ফুটে উঠেছে।


নার্গিস পারভিনের এ কাব্যগ্রন্থের কবিতায় শহরের ছকবাঁধা নিত্য নৈমিত্তিক জীবনের ভেতর আছে শৈশবের টান।


কবি বলেছেন, ‘আর আজ কতদূর!
নিজস্ব রুটিনে শিকল পরাধীন!
অচেনা ক্রমশ!
আগলের ঘুটির মতো
প্রস্তরীভূত স্মৃতি-পাথর যত
মধীরে ধীরে আবছা চালশের চোখ!



কাব্যগ্রন্থটিতে ইন্দ্রিয়বোধ, অন্তঃশিলা প্রখর, সর্বহারা সন্তানের বঞ্চিত চোখ কিংবা অনুপম মা, মাতৃভূমি অথবা প্রিয়তমার প্রতি আত্মোৎকর্ষ তুলে ধরার মহত্তম চেষ্টা করা হয়েছে।


উল্লেখ্য, ‘ঝিঁঝি ডাকা নীরবতা’ কাব্যগ্রন্থটি মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের বাংলা জার্নাল প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। এ প্রকাশনীর স্টল নম্বর ৫৩৩।


বিবার্তা/রাসেল/উজ্জ্বল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com