শিরোনাম
লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৪
লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচকের সাথে পাল্লা দিয়ে লেনদেনও ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। এদিন ডিএসই প্রধান মূল্য সূচকও ২১ পয়েন্ট বেড়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ১৪৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৮৫ কোটি ৫৮ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৮৬৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


প্রসঙ্গত, আজ ব্লক মার্কেটে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এককভাবে ২০৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে; যা ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশ। আর এই কোম্পানির বড় অংকের লেনদেন ডিএসইতে মোট লেনদেনে অবদান রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।


এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৫ পয়েন্টে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com