শিরোনাম
বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে ৮০০ কোটি টাকা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৬, ১০:৪৩
বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে ৮০০ কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০১৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট ১১ মাসের তুলনায় ২০১৬ সালের একই সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের নিট বিনিয়োগ বেড়েছে প্রায় ৮শ’ কোটি টাকা।


ডিএসই সূত্র জানায়, চলতি বছরে ডিএসইতে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের নিট বিনিয়োগ হয়েছে ৯৫৫ কোটি ২৫ লাখ ২৮ হাজার ৬১৬ টাকার, যা আগের বছরের চেয়ে ৭৯৬ কোটি ৬২ টাকা বেশি। ২০১৫ সালের একই সময়ে লেনদেন হয়েছিলো ১০৬ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার ৩৭৩ টাকা।


নিট বিনিয়োগের পাশাপাশি দুই ধরনের বিনিয়োগকারীরাই আগের বছরের চেয়ে শেয়ার কেনা-বেচাও করেছেন বেশি। ফলে লেনদেনও বেড়েছে।


সূত্র জানায়, ২০১৬ সালের ১১ মাসে বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন ৪ হাজার ৩৭৬ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৪৬৬ টাকার। আগের বছরের একই সময়ে শেয়ার কিনেছিলেন ৩ হাজার ৪৩৯ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার ৪৬ টাকার। এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধির হার ২৭ দশমিক ২৪ শতাংশ।


পাশাপাশি চলতি বছর বিনিয়োগকারীরা ৩ হাজার ৪২১ কোটি ২ লাখ ৩৬ হাজার ৮৪৯ টাকার শেয়ার বিক্রি করেছেন। এর আগের বছর একই সময়ে ৩ হাজার ৩৩২ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৬৭৩ টাকার শেয়ার বিক্রি করেছিলেন তারা। চলতি বছর ২ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com