শিরোনাম
উভয় বাজারে বেড়েছে সূচক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৯
উভয় বাজারে বেড়েছে সূচক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের উভয় শেয়ারবাজারে মঙ্গলবার সব ধরণের সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪৯৪৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস ও ডিএস৩০ সূচক যথাক্রমে ০.৫৪ ও ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫২ ও ১৭৮৫ পয়েন্টে অবস্থান করছে।


তবে ডিএসইতে সূচক বাড়লেও মঙ্গলবার টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে ১০২ কোটি ৪২ লাখ ১৪ হাজার টাকা কমে ৭৯৫ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন অর্থাৎ সোমবার লেনদেন হয়েছে ৮০৭ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার টাকার।


মঙ্গলবার ডিএসইতে মোট ৩২২টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৪৬টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর।


এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরণের সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। সিএসইতে সিএসই ১ পয়েন্ট বেড়ে ১০৯৭, সিএসই৩০ ৩ পয়েন্ট বেড়ে ১৩২৮৮, সিএসসিএক্স ১০ পয়েন্ট বেড়ে ৯০৬৭, সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে ১৪৯২১ এবং সিএসআই ০.৯৭ পয়েন্ট বেড়ে ১০৪০ পয়েন্টে অবস্থান করছে।


সিএসইতে মঙ্গলবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬০ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকার। যা আগের দিনের চেয়ে ১১ কোটি ২ লাখ ৬ হাজার টাকার বেশি অর্থাৎ সোমবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৬ লাখ ৪৪ হাজার টাকার।


সিএসইতে মঙ্গলবার ২৫২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।


বিবার্তা/পলাশ/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com