শিরোনাম
ডিএসইতে সূচক ২৮৯ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৯
ডিএসইতে সূচক ২৮৯ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৪৩ পয়েন্টে। ডিএসইতে ডিএসইএক্স সূচক ২৮৯ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূত্রে এ তথ্য জানা যায়।


জানা যায়, ডিএসইতে সোমবার ডিএসইএক্স সূচক এক বছর দুই মাস চার দিন বা ২৮৯ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। এর আগে ডিএসইতে ২০১৫ সালের ১ অক্টোবর ডিএসইএক্স সূচক ছিলো ৮৪৫৬ পয়েন্টে।


ডিএসইতে সোমবার ডিএসইএস ও ডিএস৩০ সূচকও বেড়েছে। ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১১৫১ এবং ডিএস৩০ ১ পয়েন্ট বেড়ে ১৭৮৪ পয়েন্টে অবস্থান করছে।


ডিএসইতে সোমবার টাকার পরিমাণে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৭ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৭৪ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার টাকার বেশি। রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিলো ৭৩৩ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকার।


দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচক বেড়েছে। সিএসইতে আজ সিএসই৫০ ১ পয়েন্ট বেড়ে ১০৯৫ পয়েন্টে, সিএসই৩০ ০.৮৭ পয়েন্ট বেড়ে ১৩২৮৪ পয়েন্টে, সিএসসিএক্স ২৪ পয়েন্ট বেড়ে ৯০৫৬ পয়েন্টে, সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে ১৪৮৯৯ পয়েন্ট এবং সিএসআই ৪ পয়েন্ট বেড়ে ১০৩৯ পয়েন্টে অবস্থান করছে।


সিএসইতে সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। সিএসইতে আজ ৪৯ কোটি ৬ লাখ ৪৪ হাজার টাকার লেনদেন হয়েছে। রবিবার লেনদেনের পরিমাণ ছিলো ৪৪ কোটি ৫৬ লাখ ৩১ হাজার টাকার।


বিবার্তা/পলাশ/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com