শিরোনাম
সূচক বাড়লেও কমেছে লেনদেন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৬, ১৫:৩৩
সূচক বাড়লেও কমেছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে বুধবারের তুলনায় আজ বড় ব্যবধানে লেনদেন কমেছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৮১৯ কোটি টাকা।


বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬৫৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮১৯ কোটি ৭৫ লাখ টাকা কম লেনদেন। গতকাল ডিএসইতে এক হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।


এদিকে ডিএসইর প্রধান মূল্য সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৯১ পয়েন্টে। শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৯ পয়েন্টে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com