শিরোনাম
সপ্তাহজুড়ে ১১ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৬, ১৬:২০
সপ্তাহজুড়ে ১১ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ইস্টার্ন লুব্রিকান্টস, মেঘনা পেট্টোলিয়াম, পাওয়ার গ্রিড, যমুনা অয়েল, এসিআই লিমিটেড, এসিআই ফরমুলেশন, এলআর গ্লোবাল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবলস, ন্যাশনাল টি এবং মোজাফফর হোসেন স্পিনিং লিমিটেড।


ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড ১লা জানুয়ারি, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত ১৮ মাসের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকান্টস লিমিটেড সমাপ্ত হিসাব বছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্টোলিয়াম লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই খাতের কোম্পানি পাওয়ার গ্রিড লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


যমুনা অয়েল লিমিটেড সমাপ্ত হিসাব বছরে ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এসিআই লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৭৫ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এসিআই ফরমুলেশন লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি লিমিটেড ১৮ মাসের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com