শিরোনাম
সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৬, ১৫:৩৮
সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনেও সামান্য উত্থান হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬২৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২১ কোটি টাকা বেশি লেনদেন। গতকাল ডিএসইতে ৬০৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।


এদিকে ডিএসইর প্রধান মূল্য সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে। শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৮ পয়েন্টে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com