শিরোনাম
ডিএসইতে সূচক বৃদ্ধি, সিএসইতে সূচকের হ্রাস
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৩
ডিএসইতে সূচক বৃদ্ধি, সিএসইতে সূচকের হ্রাস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বুধবার দেশের দুই শেয়ার বাজারের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে । অন্যদিকে চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে।


ডিএসইতে


বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২১ কোটি ৯১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৭ কোটি ১৪ লাখ টাকা।


এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪ পয়েন্টে।


ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৫০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৪টি কোম্পানির শেয়ার দর।


ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, আল-আরাফা ইসলামী ব্যাংক, বিবিএস ক্যাবল, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিকস, নাহি অ্যালুমিনিয়াম এবং কেয়া কসমেটিকস।



সিএসই


সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৭ কোটি ৯৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১০ কোটি ৪ লাখ টাকা।


সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।


সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বিবিএল ক্যাবল, কেয়া কসমেটিকস, নাহি অ্যালুমিনিয়াম, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, ঢাকা ব্যাংক, স্কয়ার ফার্মা এবং জেনারেশন নেক্সট।


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com