শিরোনাম
লেনদেন কমেছে ৩৯ কোটি টাকা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১৫:৫১
লেনদেন কমেছে ৩৯ কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় ৩৯ কোটি টাকা কম লেনদেন হয়েছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৬০৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৯ কোটি ৪১ লাখ টাকা কম লেনদেন। গতকাল ডিএসইতে ৬৪৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।


এদিকে ডিএসইর প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে। শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৩ পয়েন্টে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com