শিরোনাম
দরপতনের মুখেই আছে দেশের দুই শেয়ার বাজার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৩
দরপতনের মুখেই আছে দেশের দুই শেয়ার বাজার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দরপতনের মুখেই আছে দেশের দুই নগরীর শেয়ার বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে।


এদিন ডিএসইর প্রধান সূচক ১০ দশমিক ৫১ পয়েন্ট কমেছে। অন্যদিকে সিএসইর প্রধান সূচক ৩৫৮ দশমিক ৫৩ পয়েন্ট কমেছে।


সোমবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। আগের দিন রবিবার লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার।


সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৪ কোটি ৯৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৫ লাখ টাকার শেয়ার।


এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।


সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২২টি কোম্পানির শেয়ার দর। সূত্র : ডিএসই,সিএসই


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com