শিরোনাম
সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৬:৫৪
সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন লেনদেনে অংশ নেয়া প্রায় ৩৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। তবে ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে মোট ৩৯১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ৭০ লাখ টাকা।


এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২১৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর।


ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৯২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩৬ পয়েন্টে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ২৭ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৫৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।


দর বাড়ার শীর্ষে শেপার্ড ইন্ডাস্ট্রিজ


ডিএসইতে বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৫৪ শতাংশ। তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৪৯৫ বারে ৩৭ লাখ ৯৬ হাজার ৩৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৫৮ লাখ টাকা।


গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। এদিন ফান্ডটির দর বেড়েছে ১০ পয়সা বা ১ দশমিক ৩৯ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ৫৩ বারে ৪ লাখ ৯৫ হাজার ৪৬৩টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা।


তালিকার তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের ৯ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ২৮ শতাংশ দর বেড়েছে। গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড।


দরপতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ


ডিএসইতে বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৯৫ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ৭৪৭ বারে কোম্পানির এক লাখ ৭ হাজার ২১১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য এক কোটি ৭ লাখ টাকা।


লুজারের দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ১ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৯২ শতাংশ দর কমেছে। কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭০ বারে ৩২ হাজার ৮৮টি শেয়ার লেনদেন করেছে।


তালিকার তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্স ৭ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ২ শতাংশ দর কমেছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টিউবস, নাহি অ্যলুমিনিয়াম, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ওয়াইম্যক্স ইলেক্ট্রোডস, সায়হাম কটন ও আজিজ পাইপস লিমিটেড। সূত্র: অর্থসূচক


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com