শিরোনাম
ডিএসই’র থেকে সরকারের আয় কমেছে
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৭, ২২:০৫
ডিএসই’র থেকে সরকারের আয় কমেছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের আয় আগের মাসের তুলনায় ২৪ শতাংশ কমেছে।


রবিবার ডিএসই থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


অক্টোবরে ২৩ কোটি ২৮ লাখ টাকা ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে, যা আগের মাসের তুলনায় ৭ কোটি ৫৪ লাখ টাকা কম।


এর মধ্যে প্রায় ৬৬ শতাংশ ডিএসই ব্রোকারেজ হাউজের লেনদেন থেকে ও বাকি ৩৪ শতাংশ আয় হয়েছে উদ্যক্তা পরিচালক ও প্লেসমন্টে শেয়ার থেকে। ডিএসই ব্রোকারেজ হাউজের লেনদেনের পরিমান ১৫ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ৮৫৭ টাকা ও উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারের পরিমান ৭ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৯৮১ টাকা।


সেপ্টেম্বরে এই আয় ছিল যথাক্রমে ১৯ কোটি ৯২ লাখ ৯৫ হাজার ৯৮৫ টাকা ও ১০ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৫০ টাকা।


বিবার্তা/আরীব/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com