শিরোনাম
নাহি অ্যালুমিনিয়ামের আইপিও অনুমোদন
প্রকাশ : ২৭ জুলাই ২০১৭, ২১:৪৪
নাহি অ্যালুমিনিয়ামের আইপিও অনুমোদন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের লক্ষে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।


বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়।


বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।


শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করে ব্যবসা সম্প্রসারন, ঋণ পরিশোধ ও আইপিওতে ব্যবহার করা হবে।


২০১৬ সালের ৩০ জুনে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়িয়েছে ৩৩ কোটি টাকা। আর শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১২.৭৮ টাকা।


উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।


বিবার্তা/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com